যে কোন অপারেশনের জন্য সবচেয়ে দক্ষ মেডিক্যাল টিম, 24 ঘন্টা সক্রীয় OT ও সুরক্ষিত হসপিটাল ।
অপারেশনের সময় যেকোন সার্জেনের প্রধান যে 2টি ভয় থাকে তা হল, অপারেশন থিয়েটর বা OT থেকে ইনফেকশন ছড়ানোর ভয় ও আরেকটি হল অপারেশনের আগে বা পরে আসা রোগীর কোনো কার্ডিয়াক সমস্যা । এই 2টির মধ্যে যেকোন একটা হলে, খুব ভাল চিকিৎসকেরও কিছু করার থাকে না ।
মুন হাসপাতাল একমাত্র হসপিটাল যেখানে, অপারেশন থিয়েটর পুরো এপক্সি কোটেট স্টীল ওটি যার ফলে, ইনফেকশন হওয়ার সম্ভবনা প্রায় থাকেই না । তাছাড়া, মুন হাসপাতালে হার্ট কেয়ার ইউনিট, যেখানে অপারেশনের আগে বা পরে হওয়া হার্টের যেকোনো সমস্যা অত্যন্ত দক্ষতার সাথে সামলানো হয় ।